• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পাঁচ সেকেন্ড বাকি থাকতেই ম্যাথিউজকে আউট দেওয়া হয়: মেন্ডিস


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৭, ২০২৩, ১২:০১ এএম
পাঁচ সেকেন্ড বাকি থাকতেই ম্যাথিউজকে আউট দেওয়া হয়: মেন্ডিস

ঢাকা: বিশ্বকাপের বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশের তিন উইকেটের জয় ছাপিয়ে আলোচনায় এঞ্জেলো ম্যাথিউজের আউট। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইমড আউট হয়েছেন ম্যাথিউজ।

ম্যাথিউজের এই আউট হয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। মাঠ ও মাঠের বাইরে অনেকেই আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

এবার লঙ্কান অধিনায়কও আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে মেন্ডিস বলেন, ‘তার আউটটা খুব হতাশাজনক। তিনি যখন ক্রিজে যান তখনো পাঁচ সেকেন্ড বাকি ছিল। তারপরেই তিনি হেলমেটের সমস্যায় পড়েন। পরবর্তীতে তাকে আউট দেওয়া হয়। এটা খুব হতাশাজনক যে আম্পায়াররা সঠিক সিদ্ধান্তটা দেননি।’

ম্যাথিউজের আউট বাদ দিলে তরুণ লঙ্কান দলটি ভালোই লড়াই করেছে। সব উইকেট হারিয়ে তারা ২৭৯ রান করে। তবে ব্যাটিংয়ে ৩০-৪০ রান কম হওয়ার কথা স্বীকার করেন মেন্ডিস।

তিনি বলেন, ‘চারিথ অসাধারণ খেলেছেন। তবে আমরা ৩০-৪০ রান কম করেছিলাম। তরুণ ক্রিকেটারদের এগিয়ে আসায় আমি বেশি খুশি।’

এআর

Wordbridge School
Link copied!