• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ম্যাচ শেষে সাকিবদের সঙ্গে লঙ্কান ক্রিকেটারদের অস্বাভাবিক আচরণ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৭, ২০২৩, ০৬:২৮ এএম
ম্যাচ শেষে সাকিবদের সঙ্গে লঙ্কান ক্রিকেটারদের অস্বাভাবিক আচরণ

ঢাকা: চলতি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ ৩ উইকেটে জিতলেও সেটিকে ছাপিয়ে গেছে ম্যাথিউজের আউট বিতর্ক।

এরপর ম্যাচ শেষে দুই দলের অধিনায়কের উষ্ণ বচন সেটিকে আরও তাতিয়ে দিয়েছে।

তবে এর মধ্যেই লঙ্কান ক্রিকেটাররা ঘটিয়ে বসলো আরেক অখেলোয়াড়সুলভ আচরণ।
প্রতি ম্যাচ শেষেই উভয় দলের ক্রিকেটার এবং কোচিং প্যানেলের সদস্যরা একে অপরের সঙ্গে হাত মেলান। যেটা স্পোর্টসম্যানশিপের আওতায় পড়ে।

কিন্তু লঙ্কান ক্রিকেটাররা ক্ষোভ পুষিয়ে রেখে বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং প্যানেলের কারোর সঙ্গেই হাত মেলাননি।

ম্যাচ শেষে দেখা যায়, তানজিম সাকিব ও তাওহীদ হৃদয় যখন ব্যাট হাতে জয় নিশ্চিত করে প্যাভিলিয়নে ফিরছিলেন তখন তাদের সঙ্গে হাত মেলানোর জন্য কোনো লঙ্কান ক্রিকেটার সেখানে ছিলেন না।

কুশল মেন্ডিস ম্যাচ হারের পর সব ক্রিকেটার নিয়ে ড্রেসিং রুমে চলে যান। এতে করে অধিনায়ক হিসেবে চরম অখেলোয়াড়সুলভ আচরণের নজির সৃষ্টি করলেন মেন্ডিসরা।

এআর

Wordbridge School
Link copied!