ঢাকা: এঞ্জেলো ম্যাথিউসের আউট নিয়ে আলোচনা যেন থামছেই না। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হয়েছেন ম্যাথিউজ। আর সেখানেই প্রশ্ন এসেছে স্পিরিট অব ক্রিকেটের কথার।
তবে সাকিব আল হাসান স্পিরিট অব ক্রিকেট বাদ দিয়ে আইনের ভেতরে থেকেই সব কিছু করার কথা জানিয়েছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।
স্পিরিট অব ক্রিকেটের দোহাই দিয়ে ম্যাথিউজকে আবার ফিরিয়ে আনা উচিত ছিল কি না- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, ‘আইসিসিকে এই স্পিরিট অব ক্রিকেটের রুলসের কথাটা বলা উচিত আপনাদের। তার আউটটা হতাশাব্যাঞ্জক, কিন্তু আইনের ভেতরেই হয়েছে।’
এআর