• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শাখতারের মাঠে হেরেই গেল বার্সেলোনা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৮, ২০২৩, ১০:১৮ এএম
শাখতারের মাঠে হেরেই গেল বার্সেলোনা

ঢাকা : রক্ষণ আগলে রেখে গতিময় ফুটবলে শাখতার দোনেৎস্ক এগিয়ে গেল প্রথমার্ধে। রবের্ত লেভানদোভস্কি-ফেররান তরেস-জোয়াও ফেলেক্সিরা পারলেন না প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে। প্রতিপক্ষের মাঠে হেরে গেল বার্সেলোনা।

শাখতারের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১-০ গোলে হেরেছে শাভি এর্নান্দেসের দল। কাম্প নউয়ে দুই দলের প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল বার্সেলোনা।

টানা তিন জয়ের পর আসরে প্রথম হারের তেতো স্বাদ পেলেও ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে শীর্ষে আছে বার্সেলোনা। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শাখতার।

পঞ্চদশ মিনিটে ভালো সুযোগ পায় শাখতার। কিন্তু সতীর্থের পাস ধরে বক্সে গোলরক্ষককে একা পেয়েও তার গায়ে মেরে সুযোগ নষ্ট করেন মিকোলা মাতভিয়েঙ্কা।

পাঁচ মিনিট পর ইলকাই গিনদোয়ানের থ্রু পাস বাড়ানোর সময় গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে এসে চার্জ করেন, একই সময়ে রবের্ত লেভানদোভস্কি বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন, তবে প্রথম স্পর্শটা জোরে হওয়ায় বল চলে যায় বাইরে।

বলের নিয়ন্ত্রণে পিছিয়ে থাকলেও গতিময় ফুটবল খেলছিল শাখতার। সুযোগ পেলেই হানা দিচ্ছিল বার্সেলোনার রক্ষণে। ৪০তম মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। ডান দিক থেকে গিওর্গির বাড়ানো আড়াআড়ি ক্রস অনেকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন দানিলো সিকান। লাফিয়েও বলের নাগাল পাননি টের স্টেগেন।

বিরতির আগে পোস্টে রাখা দুই শটের একটি থেকে গোলটি তুলে নেয় শাখতার। অন্যদিকে, লক্ষ্যে কোনো শটই নিতে পারেননি লেভানদোভস্কি-রাফিনিয়ারা!

৬১তম মিনিটে পোস্টে প্রথম শট রাখতে সমর্থ হয় বার্সেলোনা। লেভানদোভস্কির থ্রু পাস ধরে গাভির শট ফিরিয়ে শাখতারকে এগিয়ে রাখেন গোলরক্ষক। একটু পর ফেলিক্সের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়।

৮৬তম মিনিটে জয় নিশ্চিত হয়ে যেতে পারত শাখতারের। বাঁ দিক থেকে জায়গা করে নিয়ে নিখুঁত কোনাকুনি শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার মার্তিন্স দা সিলভা, কিন্তু অফসাইডের কারণে হয়নি গোল।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গিনদোয়ানোর শট প্রতিহত হওয়ার পর কর্নারে লেভানদোভস্কির হেডও লক্ষ্যভ্রষ্ট হলে হার নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার।

ম্যাচ জুড়ে নিজেদের ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি বার্সেলোনার আক্রমণভাগ। গোলের উদ্দেশ্যে নেওয়া ১৩টি শটের মাত্র একটিই পোস্টে রাখতে পারে তারা।

এমটিআই

Wordbridge School
Link copied!