ঢাকা: সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ এবারের বিশ্বকাপ খেলতে গেলেও ফিরলো খালি হাতে। ৯ ম্যাচের ৭টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানির দিকে থেকে বিশ্বকাপ মিশন শেষ করলো হাথুরুসিংহের শিষ্যরা।
আজ শনিবার লিগপর্বের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে বাংলাদেশের হারের ষোলোকলা পূর্ণ করেন মিচেল মার্শ। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের করা ৩০৬ রান তারা টপকে যায় ৩২ বল ও ৮ উইকেট হাতে রেখে। মার্শ ১৩২ বল খেলে ১৭টি চার ও ৯ ছক্কায় অপরাজিত থাকেন ১৭৭ রানে।
তার সঙ্গে ৬৪ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন স্টিভেন স্মিথ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ই বাংলাদেশের শান্ত্বনা। তবে এটি যে টাইগারদের ব্যর্থ মিশন সেটি বলার অপেক্ষা রাখে না। ব্যর্থতার এই মিশনে এরইমাঝে কেটে গেছে মাসের ও বেশি সময়। এবার ঘরে ফেরার সময় হয়েছে টাইগারদের।
পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের বড় হারের পর রাতে ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে আজ দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে টাইগাররা। ধারণা করা হচ্ছে বিদেশি কোচরা আসবেন না দলের সাথে। যাবেন যার যার নিজ দেশে।
এদের মধ্যে দক্ষিণ আফ্রিকান কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে। থাকছেন না পারফর্ম্যান্স অ্যানালিসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। নিজ দেশেই থেকে যাবেন তিনি। ডোনাল্ড উড়াল দেবেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়।
এআর