• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বড় পরাজয়ে শেষ বিশ্বকাপ যাত্রা, যা বললেন অধিনায়ক


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১১, ২০২৩, ০৮:০৪ পিএম
বড় পরাজয়ে শেষ বিশ্বকাপ যাত্রা, যা বললেন অধিনায়ক

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শেষ হলো বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা। অজিদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ করল টাইগাররা। 

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের না থাকায় আজ দায়িত্ব পালন করেছিলেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দলের এমন পরাজয় নিয়ে শান্ত বলেন, 'আমার মনে হয় দুই রান আউটই আমাদের মোমেন্টাম পরিবর্তন করে দিয়েছে। আমরা কিন্তু শুরুটা ভালো করেছিলাম তবে ওই রান আউটের কারণে সেই গতিটা হারিয়ে ফেলেছিলাম।'

বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। ১৫.১ ওভারে এসেছিল দলীয় শতক। ধারণা করা হচ্ছিল, রানপ্রসবা এই পিচে অন্তত ৩৫০ এর কাছাকাছি স্কোর করতে পারবেন টাইগার ক্রিকেটাররা। 

তবে সেটা হয়নি। ম্যাচশেষে অধিনায়ক শান্তরও দু:খ আরো কিছু রান না করতে পারার, ‘আমরা যদি ৩৪০-৩৫০ স্কোর করতাম তাহলে সেটা অন্যরকম হতে পারত। আমাদের পেস বোলাররা সত্যিই ভালো বোলিং করেছে কিন্তু স্পিনাররা মাঝামাঝি ওভারে তেমন ভূমিকা রাখতে পারে নি। মাঝের মধ্য ওভারে আমাদের বোলিং উন্নত করা প্রয়োজন।'

বিশ্বকাপটা শেষ হয়েছে হতাশায়। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও মাত্র ২ জয় সঙ্গী বাংলাদেশের। এছাড়া আছে নেদারল্যান্ডসের কাছে লজ্জাজনক এক পরাজয়, অধিনায়ক শান্তর মুখে শোনা গেল হতাশার কথা,  ‘এটা হতাশাজনক, আমরা এই টুর্নামেন্টে আমাদের সেরাটা খেলতে পারিনি। আমরা দেখব এখন থেকে আমরা ভালো কী করতে পারি। 

তবে দুই সিনিয়ার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসানের কথা আলাদাভাবে বলতে ভুল করেননি অধিনায়ক শান্ত, ‘এই বিশ্বকাপে মাহমুদউল্লাহ ভাই সত্যিই ভালো ব্যাটিং করেছে এবং সাকিব ভাই  বেশ কয়েকটি ম্যাচে ভালো বোলিং করেছেন।’

এআর

Wordbridge School
Link copied!