• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৬ বলে দরকার ৫ রান, বোলার নিলেন ৬ উইকেট


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৩, ২০২৩, ০২:৪৭ পিএম
৬ বলে দরকার ৫ রান, বোলার নিলেন ৬ উইকেট

ঢাকা: অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে অবিশ্বাস্য ঘটনা। ওয়ানডে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দলের শেষ ওভারে প্রয়োজন ৫ রান। হাতে ৬ উইকেট। এমন পরিস্থিতিতে কেউ হারতে পারে, হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারবে না। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করলেন বোলার।

বোলার টানা ছয় বলে তুলে নিয়েছেন ছয় উইকেট। শনিবার (১২ নভেম্বর) অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগের তৃতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মুদগ্রিবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব ও সারফার্স প্যারাডাইস। সেখানেই অবিশ্বাস্যভাবে ৬ বলে ৬ উইকেট তুলে নেওয়ার এ কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ান বোলার গ্যারেথ মরগান।

৪০ ওভারের ম্যাচটিতে মুদগ্রিবার ১৭৮ রান তাড়া করতে নেমে ৩৯ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলে ফেলেছিল সারফার্স। শেষ ওভারের ৫ রানের সমীকরণে বল হাতে তুলে নেন মুদগ্রিবার অধিনায়ক মরগান নিজেই। আর তাতেই অভিজ্ঞতা দিয়ে বাজিমাত করে ফেলেন তিনি।

মরগান প্রথম বলেই ফিরিয়ে দেন সেট ব্যাটার জ্যাক গারল্যান্ডকে। ৬০ বলে ৬৫ রান করে তখন ম্যাচ জয়ের স্বপ্নে বিভোর জ্যাক। পরের দুই বলেও উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মরগান। চতুর্থ বলেও একজনকে আউটের পর শেষ দুজনকে বোল্ড করে উল্লাসে মেতে ওঠেন মুদগ্রিবার অধিনায়ক।

পেশাদার ক্রিকেটে এখন পর্যন্ত এক ওভারে ৬ উইকেটের ঘটনা নেই। ৫ উইকেটের রেকর্ড আছে তিনটি। তিনটিই ঘরোয়া ক্রিকেটে। প্রথমটি ২০১১ সালে নিউ জিল্যান্ডের নেইল ওয়াগনারের। দ্বিতীয়টি ২০১৩ সালে বাংলাদেশের আল আমিন হোসেনের। তৃতীয়টি ভারতের অভিমন্যু মিঠুনের।

এআর

Wordbridge School
Link copied!