• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

অ্যালান ডোনাল্ডকে নিয়ে মাহমুদউল্লাহর বার্তা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৩, ২০২৩, ০৩:৪১ পিএম
অ্যালান ডোনাল্ডকে নিয়ে মাহমুদউল্লাহর বার্তা

ঢাকা : বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেশে ফিরে গিয়েছেন অ্যালান ডোনাল্ড।

তার বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তাটি প্রকাশ করেন রিয়াদ।

সেখানে তিনি লিখেছেন, 'একজন কিংবদন্তি এবং ভদ্রলোক। অনেক সুন্দর মানুষ। তার সাথে কাজ করা আমার জন্য আনন্দের ছিল।'

বিশ্বকাপ চলাকালে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসের 'টাইমড আউট' নিয়ে নিজস্ব মন্তব্য প্রকাশের পরই ডোনাল্ডকে নোটিশ দেয় বিসিবি। এরপর ডোনাল্ড নিজেই আর মেয়াদ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায়ের শেষ ম্যাচ।

২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ডোনাল্ডকে নিয়োগ দেয় বিসিবি। ওটিস গিবসনের জায়গায় তাকে যুক্ত করে টিম ম্যানেজমেন্ট। শুরুতে তাকে টি২০ বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছিল বিসিবি। এরপর তার চুক্তি মেয়াদ আরও একবছর বাড়ানো হয়।

এমটিআই

 

Wordbridge School
Link copied!