• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাহমুদউল্লাহর নিউজিল্যান্ড সফর নিয়ে শঙ্কা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৫, ২০২৩, ০৭:০৫ পিএম
মাহমুদউল্লাহর নিউজিল্যান্ড সফর নিয়ে শঙ্কা

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। কাঁধের চোটের কারণে ডিসেম্বরের নিউজিল্যান্ড সফরে শঙ্কা আছে মাহমুদউল্লাহর।

বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহর চোটের যে ধরন, তাতে পুরোপুরি সুস্থ হতে পাঁচ থেকে সাত সপ্তাহ লেগে যাবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও তাই বললেন, ‘মাহমুদউল্লাহকে পাওয়ার সম্ভাবনা কম (নিউজিল্যান্ড সফরে)। ডাক্তারের রিপোর্ট এলে নিশ্চিত করে বলা যাবে, এখন সে কী অবস্থায় আছে, তবে সম্ভাবনা কম।’

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে রান নেওয়ার সময় ডাইভ দিতে গিয়ে চোটে পড়েন তিনি। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর গতকাল মাহমুদউল্লাহর স্ক্যান করানো হয়। আজ স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।

এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে অভিজ্ঞ মাহমুদউল্লাহর ব্যাট থেকেই। ৮ ম্যাচ খেলে তিনি ৭ ইনিংসে তার সংগ্রহ ৩২৮ রান, গড় ৫৪.৬৬ ও স্ট্রাইক রেট ৯১.৬২।

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৭ ডিসেম্বর। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে। ৩ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর, বাকি ২ ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর।

এআর

Wordbridge School
Link copied!