• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তিন ফরম্যাটের দায়িত্ব ছাড়লেন বাবর আজম


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৫, ২০২৩, ০৭:৪৮ পিএম
তিন ফরম্যাটের দায়িত্ব ছাড়লেন বাবর আজম

ঢাকা: বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আজ বুধবার এক বিবৃতি দিয়ে তিনি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। 

পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর। নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।

বাবরকে সাদা বল ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয়েছিল ২০১৯ সালে। টেস্টের দায়িত্ব পান ২০২০ সালে। চার বছর ধরে অধিনায়কত্ব করলেও তার নেতৃত্বে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে সাবেক ক্রিকেটারদের। এ সময়ে পাকিস্তান কোনো আইসিসির টুর্নামেন্টও জেতেনি। 

এ বছর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান। কিন্তু ৯ ম্যাচের পাঁচটিতে হেরে লিগ পর্ব থেকেই পাকিস্তানকে বিদায় নিতে হয়। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজে অধিনায়ক হতে পারেন শান মাসুদ, টি-টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন শাহিন আফ্রিদি।

এআর

Wordbridge School
Link copied!