• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

দুই ফরম্যাট তো হল, ওয়ানডেতে নেতৃত্ব উঠছে কার কাঁধে?


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৬, ২০২৩, ০৮:২৯ পিএম
দুই ফরম্যাট তো হল, ওয়ানডেতে নেতৃত্ব উঠছে কার কাঁধে?

ঢাকা: বাবর আজম পদত্যাগ করার ঘণ্টা দুয়েকের মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্টে অধিনায়কত্ব পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান শান মাসুদ, আর টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। তবে ওয়ানডে ফরম্যাটের জন্য এখনো অধিনায়ক ঠিক করেনি পিসিবি।

আপাতত ওয়ানডের ব্যস্ততা নেই বলে এ সংস্করণে অধিনায়ক চূড়ান্ত করা হয়নি। তবে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ান আর শান মাসুদের কথাই বেশি শোনা যাচ্ছে।

সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তাই মাসুদ ও আফ্রিদিকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজকে ছেলেদের জাতীয় ক্রিকেট দলের পরিচালকের দায়িত্ব দিয়েছে পিসিবি।

বোর্ডের পক্ষ থেকে বাবরকে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব ছেড়ে দিয়ে টেস্টে অধিনায়কত্ব করতে বলা হয়। তবে পরিবারের সঙ্গে আলোচনা করে সব সংস্করণ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বাবর।

পরে পিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, টেস্টে মাসুদ এবং টি-টোয়েন্টিতে শাহিনকে নেতৃত্ব দেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সী মাসুদের প্রথম চ্যালেঞ্জ ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজ। 

এরপর নিউজিল্যান্ডে গিয়ে ৫ টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান, যার নেতৃত্বে থাকবেন শাহিন। মাসুদকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও শাহিনের ক্ষেত্রে মেয়াদ বলা হয়নি। তবে নাটকীয় কিছু না ঘটলে ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনই পাকিস্তানের নেতৃত্বে থাকবেন। ২০২২ ও ২০২৩ সালে শাহিনের নেতৃত্বেই পিএসএল জিতেছে লাহোর কালান্দার্স, যা পিসিবির বিজ্ঞপ্তিতেও মনে করিয়ে দেওয়া হয়েছে। 

এ দিকে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজকে ছেলেদের জাতীয় দলের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি পিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য ছিলেন হাফিজ।

এআর

Wordbridge School
Link copied!