ঢাকা: এবারের টুর্নামেন্টে শুরুতে ঝড় তুলে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজটা করেন রোহিত। আর রোহিতের গড়ে দেওয়া মঞ্চে বড় ইনিংস খেলেন কোহলি। এভাবেই বড় সংগ্রহ পায় ভারত। ফাইনালেও হয়তো এমনটাই পরিকল্পনা থাকবে তাদের। এই দুজনকে থামাতে অস্ট্রেলিয়ার পরিকল্পনা কী?
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে অবশ্য অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, কোহলি ও রোহিতকে নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই তাদের।
এবারের বিশ্বকাপে রোহিত পাওয়ারপ্লেতে ব্যাট করছেন ১৩৩.০৮ স্ট্রাইক রেটে। প্রথম ১০ ওভারেই ছক্কা মেরেছেন ২১টি। দ্রুতগতিতে রান তুলতে গিয়েই অনেক সময় বড় ইনিংস খেলতে পারেননি। তবে রোহিতের গড়া মঞ্চে এসে ঠিকই পারফর্ম করেছেন কোহলি।
বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ১০ ইনিংসে আটবারই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি। শতক তিনটি। গড়েছেন এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। সংবাদ সম্মেলনে কামিন্সের কাছে এ দুজনকে আটকানোর বিশেষ পরিকল্পনা জানতে চাওয়া হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে কামিন্স বলেছেন, ‘আমাদের কিছু চিন্তাভাবনা আছে। দুজনেই অসাধারণ ক্রিকেটার। কিছু পরিকল্পনা থাকবে, তবে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।’
চলতি বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলার পেছনে বড় অবদান রেখেছেন মোহাম্মদ শামিও। মাত্র ৬ ইনিংসে নিয়েছেন ২৩ উইকেট। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স মানছেন, শামি বড় বিষয় হতে পারেন ফাইনালে।
কোন বোলার কিংবা কোন ব্যাটসম্যান ফাইনালে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ হতে পারে-এই প্রশ্নে কামিন্স বলেছেন, ‘ভারত সব বিভাগেই ভালো দল। তবে একজন, যে কি না প্রথম থেকে টুর্নামেন্ট খেলেনি, কিন্তু দুর্দান্ত কিছু করেছে। সে হচ্ছে মোহাম্মদ শামি। ডানহাতি ও বাঁহাতি, সবার বিপক্ষেই সে দুর্দান্ত। ফাইনালে সে বড় বিষয়। কিন্ত তাদের বিপক্ষে আমরা অনেক খেলেছি। তাই আমাদের ব্যাটসম্যানরাও সেই সব মুহূর্ত ভাবতে পারবে, যখন তারা এই সব বোলারদের বিপক্ষে দাপট দেখিয়েছে, ভালো কিছু করেছে।’
এআর