ঢাকা: দীর্ঘ বৈশ্বিক শিরোপার সমাপ্তি ঘটছে কাল। ভারত কিংবা অস্ট্রেলিয়া যে কোনো এক দল মেতে উঠবে শিরোপার আনন্দে। ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন আরো স্মরণীয় করে রাখতে চেষ্টার কমতি রাখছে না ভারত। বিশেষ করে শেষ বেলাটা স্মরণীয় করে রাখতে মরিয়া তারা। একের পর এক উদ্যোগ নিচ্ছে ফাইনালকে ঘিরে। যেখানে সর্বশেষ সংযোজন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কগণ।
৫ অক্টোবর শুরু হওয়া ১০ দলের শিরোপার লড়াই এখন এসে ঠেকিয়েছে দুই দলের মাঝে। পরাক্রমশালী ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি ফাইনালে। রোববার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে শিরোপার নিষ্পত্তি। হয়তো তৃতীয় শিরোপা জয়ের উৎসবটা ঘরের মাঠে করবে ভারত, নয়তো ষষ্ঠবারের মতো সোনার কাপটায় চুমু আঁকবে অজিরা।
শিরোপা নিষ্পত্তির এই ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়কদের সম্মানিত করার উদ্যোগ ভারতীয় ক্রিকেট বোর্ডের। আমন্ত্রণ জানানো হয়েছে আগের ১২ আসরের চ্যাম্পিয়ন অধিনায়কদের। যেখানে তাদের উপহার দেয়া হয়ে সম্মানসূচক ব্লেজার।
১২ আসরের ১০ অধিনায়কের সবাইকে আমন্ত্রণ করলেও আসা হবে না ইমরান খানের। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে ছাড়াই হবে এই মিলনমেলা। ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বচ্যাম্পিয়ন হবার স্বাদ এনে দেয়া এই অধিনায়ক রাজনৈতিক কারণে আছেন কারারুদ্ধ অবস্থায়।
ভারত প্রথম পর্বের নয় ম্যাচ খেলেছে নয়টি শহরে। আহমেদাবাদে তারা পাকিস্তানকে অতিথিয়তা দিয়েছিল। প্রবল উত্তেজনা ছড়ানো ম্যাচে পাকিস্তান ঠিকঠাক লড়াই করতে পারেনি। ম্যাচটা ভারত জিতে যায় ১১৭ বল আগে, ৭ উইকেটে। অস্ট্রেলিয়াও এই মাঠে খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। ৩৩ রানে জয় পাওয়া ম্যাচে দাপট দেখিয়েছিল তারাও।
এবার কী হবে?
দুই দলের বিশ্বকাপ সফর শুরু হয়েছিল নিজেদের বিপক্ষে লড়াইয়ে। চেন্নাইয়ে হওয়া সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে তেমন পাত্তা দেয়নি ভারত। অবশ্য ভারত বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত একচেটিয়ে দাপট দেখিয়েছে। অন্যদিকে প্রথম দুই ম্যাচে হারের পর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। তাই তাদেরকেও কোনোভাবে হালকা করে দেখার সুযোগ নেই।
২০০৩ বিশ্বকাপের ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। রিকি মার্টিনের অতিমানবীয় সেই ১৪০ রানের ইনিংসে সেবার অস্ট্রেলিয়া শিরোপা জিতে নেয়। টেন্ডুলকার সেবার ৬৭৩ রান করেও শিরোপায় চুমু খেতে পারেনি। এর আট বছর পর অবশ্য তার অপেক্ষা ঘুচে যায়।
এবার টেন্ডুলকারকে ছাড়িয়ে বিরাট কোহলি অতিমানবীয় কীর্তি গড়েছেন। বিশ্বকাপের এক আসরে টেন্ডুলকারের রেকর্ড ছাপিয়ে ৭১১ রান ফাইনালের আগেই তুলে নিয়েছেন। ফাইনালে তার আরেকটি মাস্টারক্লাস ভারতকে দিতে পারে তৃতীয় শিরোপা। দেড়শ কোটির ভারত সেই অপেক্ষাতেই প্রহর গুনছে।
মিলনমেলা ভাঙার অপেক্ষা। শেষটায় হাসবে কে? ১২ বছরের অপেক্ষা ঘুচাবে ভারত নাকি ৮ বছর পর আবার শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্ব শাসন। পাঁচবার ওই শিরোপায় চুমু খেয়ে এমনিতেও তো তারা সবার চেয়ে এগিয়ে। এবার কি ষষ্ঠ শিরোপা ঘরে তুলবেন কামিন্স-ওয়ার্নাররা? নাকি ভারতের তৃতীয় শিরোপা উৎসব সেটি জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা।
এআর