• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

খেলার মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন দর্শক


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৯, ২০২৩, ০৪:৪২ পিএম
খেলার মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন দর্শক

ঢাকা: এক লাখ ৩২ হাজার আসনের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে ঢুকে পড়লেন যে ফাইনালের এক দিকে স্বাগতিক ভারত। ভারতের তো বটে, বিশ্বের নানা প্রান্তের মহাতারকাও হাজির হয়েছেন আজ।

মাঠে আছেন বিনোদন জগতের তারকারাও। রোহিত শর্মার ঝড়ো শুরুর পর ম্যাচে ফেরার চেষ্টা করছে অস্ট্রেলিয়া। মাঠ থেকে অন্য কোথাও নজর সরানো কঠিন। কিন্তু অন্তত কয়েক মিনিটের জন্য মাঠ ও মাঠের বাইরের কোটি দর্শকের দৃষ্টি ঠিকই কেড়ে নিয়েছেন এক দর্শক।

ভারতীয় ইনিংসের ১৪তম ওভারের অর্ধেক শেষ হয়েছে। জাম্পার প্রথম তিন বল থেকে তিনটি সিঙ্গেলে ভারতের স্কোর তখন ৯২/৩। এ সময় হঠাৎ মাঠে ঢুকে পড়লেন একজন।

কড়া নিরাপত্তা ব্যুহ ভেঙে কীভাবে একজন দর্শক এভাবে মাঠে ঢুকেছেন, সে আলোচনার ফাঁকেই এক ছুটে তিনি চলে গেলেন কোহলির কাছে। কোহলিকেও জড়িয়ে ধরারও চেষ্টা করলেন। ফুটবল মাঠে নিয়মিত এমন দেখা যায়, প্রিয় খেলোয়াড়ের স্পর্শ পেতে অনেকেই এমন করেন। ক্রিকেটে অতটা না হলেও মাঝে মাঝেই দেখা যায় এমন। মহেন্দ্র সিং ধোনি বা মাশরাফির ক্ষেত্রে দেখা গেছে। কোহলি বা রোহিতের জন্যও দেখা গেছে। তবে আজকের এই দর্শক প্রিয় খেলোয়াড়ের স্পর্শ পেতে এমন করেননি।

গাজায় চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এক মাস পেরিয়ে গেলেও থামার কোনো লক্ষণ নেই। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অসহায় নাগরিক। ক্ষতিগ্রস্তদের মধ্যে ফিলিস্তিনের নাগরিকই বেশি। এবং এদের অধিকাংশ নারী ও শিশু।

বিশ্বকাপের ফাইনালের চেয়ে বড় মঞ্চ পাওয়া খুব কঠিন। ভারতের সুবাদে সারা বিশ্বই এই ম্যাচে দৃষ্টি রাখছে। এই দর্শক তাই এই ম্যাচেই সবাইকে সংঘাতের ব্যাপারে সচেতন করতে চেয়েছেন।

মুখে ফিলিস্তিনের পতাকা নিয়ে নেমেছেন। গায়ের গেঞ্জির সামনের দিকে লেখা ‘ফিলিস্তিনের ওপর বোম ফেলা বন্ধ কর।’ আর পিঠে লেখা ‘ফিলিস্তিনকে মুক্ত কর।’

একটু পরই নিরাপত্তারক্ষীরা এসে তাকে ধরে নিয়ে গেছে। কিন্তু নিজের বার্তা অন্তত জানিয়ে যেতে পেরেছেন তিনি।  

এআর

Wordbridge School
Link copied!