• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

বাংলাদেশ বোলারদের হতাশ করে নিউজিল্যান্ডের লিড


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩০, ২০২৩, ১০:৩৬ এএম
বাংলাদেশ বোলারদের হতাশ করে নিউজিল্যান্ডের লিড

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টর তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। তবে তৃতীয় দিনের সকালটা নিজেদের করে নিয়েছে কিউইরা। বাংলাদেশ বোলারদের হতাশ করে প্রথম ইনিংসে ব্যাট করা দলটি ৯৮তম ওভারে লিড নিয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৮ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৩ রান করেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে আছেন টিম সাউদি ও কাইল জেমিসন।

এর আগে গতকাল দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রানে মাঠ ছেড়েছিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন সেঞ্চুরি করলেও দিন শেষে বাংলাদেশ সুবিধাজনক অবস্থা থেকে শেষ করে। কাইল জেমিসন ৭ ও সাউদি ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম ৪টি উইকেট পেয়েছিলেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত মঙ্গলবার টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের ১৩তম অধিনায়ক হওয়া নাজমুল হোসেন শান্ত। যেখানে মাহমুদুল হাসান জয়ের (৮৬) ব্যাটে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রানে অলআউট হয়।

এমএস 

Wordbridge School
Link copied!