• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পদত্যাগ করলেন কাজী সালাউদ্দিন


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩০, ২০২৩, ০৪:২২ পিএম
পদত্যাগ করলেন কাজী সালাউদ্দিন

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সভাপতি কাজী সালাউদ্দিন। নতুন লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসানকে ।

দায়িত্ব গ্রহণের পর মাত্র ১ বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন। 

এর আগে দীর্ঘ ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। ১৩টি প্রিমিয়ার লিগ আয়োজন করেছিলেন তিনি। তবে গত বছর দায়িত্ব ছেড়ে দেন সালাম মুর্শেদী। 

এরপর নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে নিজেই এই দায়িত্ব কাঁধে নেন কাজী সালাউদ্দিন। কিন্তু এক বছর পর দায়িত্ব ছাড়লেন কাজী সালাউদ্দিনও।

এদিকে দায়িত্ব পেয়ে লিগ কমিটির নয়া চেয়ারম্যান ইমরুল হাসান বলেছেন, ‘বাফুফে সভাপতি আমার ওপর আস্থা রাখায় উনাকে ধন্যবাদ। বিতর্ক সব জায়গায়ই আছে, ফিফাতেও আছে। বির্তকটা খেলাধুলারই অংশ। আমি সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘লিগটাকে আমরা সঠিক সময়ে শুরু এবং শেষ করতে চেষ্টা করবো। আন্তর্জাতিক উইন্ডো এবং আমাদেরটা মিল করার চেষ্টা করবো। যাতে আমাদের দলগুলো ভালো মানের বিদেশি খেলোয়াড় এনে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারে।’
 
এআর

Wordbridge School
Link copied!