ঢাকা: বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে আসে নানান পরিবর্তন। পিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পান পাকিস্তানের সাবেক পেসার ওহাব রিয়াজ।
আর প্রধান নির্বচকের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরেক সাবেক পাকিস্তাানি ক্রিকেটার সালমান বাট, যিনি কিনা স্পটফিক্সিং কাণ্ডের জন্য নিষিদ্ধ হন। তারপর থেকে নানান সমালোচনা হতে থাকে সামাজিক যোগযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায়।
তবে ২৪ ঘন্টার মধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সামালোচিত সালমান বাটকে। তোপের মুখে পড়ে একদিনের মধ্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)।
সালমান বাট প্রসঙ্গে ওহাব রিয়াজ গতকাল এক সাংবাদ সম্মেলনে বলেন, 'সালমান বাট পিসিবির কোনো প্যানেলে নেই। তার নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত এককভাবে আমার। আমার ক্ষেত্রে সে খুবই ক্রিকেট জানাশোনা একজন এবং গত দুই-তিন বছর ধরে সে ঘরোয়া ক্রিকেট কাভার করছিল। তার মতামত নেওয়ার জন্যই আমাকে পরামর্শদাতা করা হয়েছিল। কিন্তু কিছু মিডিয়া হাউজ ও লোক তার অপপ্রচার শুরু করে।’
সালমান বাটের সাথে কামরান আকমল ও রাও ইফতিখার আনজুম একই দায়িত্ব পেয়েছিলেন। তাদের দুজনকে বহাল রাখা হয়েছে তাদের দায়িত্বে।
স্বজনপ্রীতির অভিযোগ ও উঠে ওহাব রিয়াজের এই নির্বাচক প্যানেলে কেননা প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিনজনই ওহার রিয়াজের প্রদেশের। সমালোচনার মধ্য সালমান বাটকে অব্যাহতি দিতে বাধ্য হলো পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)।
এআর