• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিলেন মোস্তাফিজ-লিটনরা 


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৩, ২০২৩, ০৭:৫৬ পিএম
বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিলেন মোস্তাফিজ-লিটনরা 

ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির ব্যাখ্যা দিচ্ছেন ক্রিকেটাররা। লিটন ঢুকতেই তদন্ত কমিটির কাছে ব্যাখ্যা দিয়ে বেরিয়ে এলেন পেসার মোস্তাফিজুর রহমান। বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে পড়লেও কোনো কথা বলেননি মুস্তাফিজ। এড়িয়ে যেতে লিফট বাদ দিয়ে সিড়ি দিয়ে নামতে দেখা যায় তাকে।

এর আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার তদন্ত কমিটির কাছে বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিয়ে বেরিয়ে যান। কেউই গণমাধ্যমের সামনে মুখ খোলেননি। 

বিকেলে গুলশানে তদন্ত কমিটির বৈঠকটি শুরু হয়। সবার আগে আসেন প্রধান নির্বাচক, এরপর একে একে সবাই আসেন। আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা নিচ্ছেন তদন্ত কমিটি। 

বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ, বিসিবি পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এআর

Wordbridge School
Link copied!