Menu
ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষটির দ্বিতীয় দিনের মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে দেরি হচ্ছে। মাঠ কাভার দিয়ে ঢাকা রয়েছে।
গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে খেলা শেষ হয়। আজ সকাল সাড়ে নয়টার পরিবর্তে সোয়া নয়টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে শুরু হয়নি।
এর আগে গতকাল টেস্টের প্রথম দিনই দুদলের ১৫ উইকেটের পতন হয়। স্পিন বান্ধব উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র ১৭২ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করা কিউইরা ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে। সফরকারীরা এখনও বাংলাদেশ থেকে ১১৭ রানে পিছিয়ে আছে।
এমএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT