• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৭, ২০২৩, ০৮:৫৭ পিএম
দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

ঢাকা: দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে বিধ্বস্ত করে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। জোহানেসবার্গে আজ সে ম্যাচে আর্শদীপ এমনই বোলিং করলেন যে, দক্ষিণ আফ্রিকা গুঁড়িয়ে গেল ১১৬ রানেই! ১০ ওভারে ৩৭ রানে ৫ উইকেট নিয়েছেন আর্শদীপ।

১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়েই সে রান তাড়া করে ফেলল ভারত। ৮ উইকেটের জয়ের পথে ‘পিংক ওয়ানডে’কে যেন টি-টোয়েন্টি বানিয়ে ফেলেছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল। ১০০ ওভারের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে খেলাই যে হলো মাত্র ৪৪.১ ওভার!

ভারত জিতেছে রেকর্ড গড়েও। ভারতের জয় যখন নিশ্চিত হচ্ছে, তখনো তাদের ইনিংসে ঠিক ২০০ বল বাকি। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে আর কোনো দল এত বল হাতে রেখে হারাতে পারেনি। ভারত অবশ্য নিজেদের ইতিহাসে সব মিলিয়ে এর চেয়ে বেশি বল হাতে রেখে জিতেছে আরও তিনবার। সবচেয়ে বড় ব্যবধানের জয়টা এই কদিন আগের স্মৃতি – সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৩ বল হাতে রেখে।

১০ ওভারের মধ্যেই ৫২ রানে দক্ষিণ আফ্রিকার চার উইকেট পড়ে গেল, এর মধ্যে হেনড্রিকসের পর টনি ডি জর্জি (২৮), র‍্যাসি ফন ডার ডুসেন ও হেনরিখ ক্লাসেন– এই চার উইকেটই আর্শদীপের। পরের ওভারের প্রথম দুই বলে আবেশ খান এসে ফেরালেন এইডেন মার্করাম ও উইয়েন মুল্ডারকে।

দক্ষিণ আফ্রিকার ভরসা বলতে তখন শুধু ডেভিড মিলার, তাকেও ১৩তম ওভারে ফেরালেন আবেশ। মিলার ফিরলেন ২ রান করে, দক্ষিণ আফ্রিকা তখন ৫৮/৭! দক্ষিণ আফ্রিকা আর রান করবে কীভাবে! ফেলকাওয়ের ৩৩ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার রান তখন কোনো মতে যেতে পারল ১১৬ পর্যন্ত। 

এই রান তাড়ায় চতুর্থ ওভারে দলীয় ২৩ রানে রুতুরাজ গায়কোয়াড় (৫) আউট হলেও দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটির পথে সাই সুদর্শন (৪৩ বলে ৫৫*) ও শ্রেয়াস আইয়ার (৪৫ বলে ৫২) দুজনই ফিফটি তুলে নিয়ে দলকে সহজ জয়ের দিকে নিয়ে গেল!  সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী মঙ্গলবার, বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

এআর

Wordbridge School
Link copied!