ঢাকা : আবারও কয়েনভাগ্য পাশে পেলেন নাজমুল হোসেন শান্ত। কোনোরকম সংশয় ছাড়াই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
একই মাঠে জেতা তৃতীয় ওয়ানডেতেও টস জিতে আগে বোলিং করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও এবার একই পথে হাঁটল তারা।
সবশেষ ম্যাচে কেটেছে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশের ওয়ানডে জয়ের অপেক্ষা। এবার একই লক্ষ্য নিয়ে বিশ ওভারের সিরিজ খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
ওয়ানডে জেতা মাঠ নেপিয়ারের ম্যাকলিন পার্কেই হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ওই ম্যাচের একই উইকেটে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু খেলা।
অন্য দুই সংস্করণের মতো টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডে বাংলাদেশের পরিসংখ্যান নাজুক। নিউ জিল্যান্ডে ১১টি টি-টোয়েন্টি খেলে কখনও জিততে পারেনি বাংলাদেশ। এর মধ্যে ৯টি ম্যাচ ছিল স্বাগতিক দলের বিপক্ষে।
একই অবস্থা ছিল ওয়ানডেতেও। শান্তর নেতৃত্বে উজ্জীবিত দল সেই ইতিহাস বদলে জিতেছে তৃতীয় ম্যাচ। সেই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে এবার তাসমান পাড়ের দেশটিতে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের অভিযানে বাংলাদেশ।
এমটিআই