• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ব্রাজিলের নতুন কোচ দোরিভাল জুনিয়র


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৮, ২০২৪, ০২:২৮ পিএম
ব্রাজিলের নতুন কোচ দোরিভাল জুনিয়র

ঢাকা: ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ফার্নান্দো দিনিজ। এরপরই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন কোচ হওয়ার ব্যাপারে দোরিভালের নাম শোনা যায়। তিনি তখন ছিলেন দেশটির ক্লাব সাও পাওলোর প্রধান কোচ। দিনিজ বরখাস্ত হতেই সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করেছেন দোরিভাল।

সাও পাওলো গত রাতে তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দোরিভালের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছে। সাও পাওলো ক্লাবের প্রধান হুলিও কাসারেস এক বিবৃতিতে বলেন, ‘দোরিভালকে আমন্ত্রণ জানানো প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি। এখন এটা ছিল দোরিভালের ব্যাপার, যাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আমার ম্যানেজমেন্টের শেষ পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তি নবায়নের। আপনার (দোরিভাল) নতুন চ্যালেঞ্জে সফল হতে শুভ কামনা জানাই।’

এদিকে ব্রাজিলের কোচ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত দোরিভালও। সামাজিকমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘এটা একটা ব্যক্তিগত স্বপ্ন পূরণ, সাও পাওলোর হয়ে যে কাজ করেছি, সেসবের স্বীকৃতি পেয়েছি বলেই এটা সম্ভব হয়েছে।’

ফুটবল ক্যারিয়ারে দোরিভাল ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন। পালমেইরাস ও গ্রেমিওতে খেলেছেন। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে সান্তোস, ফ্লুমিনেন্স, সাও পাওলো, ফ্লামেঙ্গোর ডাগআউটে দাঁড়িয়েছেন ৬১ বছর বয়সী এই কোচ। সাও পাওলোর সঙ্গে তার ২০২৪ সাল পর্যন্ত চুক্তি ছিল। তবে জাতীয় দলের দায়িত্ব নিতে তা ছেড়ে দিয়েছেন। তিনি সান্তোস, সাও পাওলো ও ফ্লামেঙ্গোর হয়ে ব্রাজিলিয়ান কাপ ও ফ্লামেঙ্গোর হয়ে ২০২২ সালে কোপা লিবার্তোদোরেস জিতেছেন।

এআর

Wordbridge School
Link copied!