• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট বাতিল হতে পারে  


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৯, ২০২৪, ১১:৪৩ এএম
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট বাতিল হতে পারে  

ঢাকা:  জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি এরই মধ্যে প্রকাশ করেছে আইসিসি। ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে হাতে আছে ছয় মাসেরও কম সময়। এ সময়ে ক্রিকেটাররা খেলবেন বিপিএল ও দুটি দ্বিপক্ষীয় সিরিজে। সে জন্য বিশ্বকাপের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার সুযোগ খুব একটা থাকছে না।

মে মাসে আসবে জিম্বাবুয়ে দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। তবে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে এই সিরিজ থেকে বাদ দেওয়া হতে পারে টেস্ট দুটি।

১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের দশম আসর শেষ হতে না হতেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ। এক মাস দীর্ঘ হোম সিরিজে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। একই সময়ে চলবে ঢাকা প্রিমিয়ার লিগও। মে মাসে আসবে জিম্বাবুয়ে দল। 

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। তবে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে এই সিরিজ থেকে বাদ দেওয়া হতে পারে টেস্ট দুটি। 

বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাড়তি কিছু সময় পাওয়া যাবে তাহলে। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘টেস্ট বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবে এ রকম একটা আলোচনা আছে। টেস্ট দুটি খেলব তো নিশ্চয়ই। তবে কখন খেলব সেই সিদ্ধান্ত এখনো নিইনি।’

আগামী ২০ জানুয়ারি ছুটি শেষ করে ঢাকায় ফেরার কথা কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তিনি আসার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত হবে। লিগ পর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ায় সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলকে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা আছে বিসিবির। 

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দুটি শেষ পর্যন্ত না হলে সেই সুযোগ বাড়বে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলটাকেই তারা বিশ্বকাপেও রেখে দিতে চাইবেন।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল আইসিসির পরিধিতে ঢুকে পড়বে ১ জুন। ৭ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে আছে আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচও। ম্যাচ দুটির তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত নয়। বাংলাদেশ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলবে ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৩ ও ১৬ জুন নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে লিগ পর্বে শেষ দুই ম্যাচের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট।

বিশ্বকাপ দিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ দল। এর আগে বাংলাদেশ একবারই যুক্তরাষ্ট্রে খেলেছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হয়েছিল ফ্লোরিডায়।

এআর

Wordbridge School
Link copied!