• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিপিএলে নজর তামিম-সাকিবদের 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৯, ২০২৪, ১২:৪২ পিএম
বিপিএলে নজর তামিম-সাকিবদের 

ঢাকা: আসন্ন বিপিএলকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন অনুশীলনে। সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল সবাই সময় কাটাচ্ছেন মাঠে। 

গতকাল সোমবার সকালে অনুশীলন করেছেন তামিম। কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে মিরপুরে ঘন্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেছেন জাতীয় দলের নির্ভরযোগ্য এই ওপেনার। জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএলকে সামনে রেখে ব্যক্তিগত অনুশীলনে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। 

গতকাল সোমবার সকাল ১১টা থেকে ব্যাটিং অনুশীলন শুরু করেন চট্টলা এক্সপ্রেস। কোচ মিজানুর রহমান বাবুলকে সঙ্গে নিয়ে অনুশীলন চালিয়ে যান তামিম।

একইদিন অনুশীলনে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ ও মুমিনুল হকও। এদিন এই পেসারের বিপক্ষে ব্যাটিং করেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল। ঘন্টা দুয়েক বোলিং চালিয়ে যান ঢাকার পেসার তাসকিন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও নিজেকে ঝালিয়ে নেন তাসকিন। লোয়ার মিডল অর্ডার বা টেলএন্ডে তার উপর বরাবরই ভরসা থাকে। সেটা বুঝেই কিনা এমন অনুশীলন তার।  

একদিন আগেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। দুপুরের পর মিরপুরে আসেন সাকিব। বিকেল ৩টার দিকে মিপুরের ইনডোরে আসেন টাইগার অধিনায়ক। 

অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিলেন তিনি। সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে।

ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগ দিতে দেখা গেছে সাকিবকে। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর আজই প্রথম ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। যদিও এর আগে নির্বাচনী কাজের ফাঁকে মাগুরায় ফিটনেস অনুশীলন করেছিলেন সাকিব।

এআর

Wordbridge School
Link copied!