• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৯, ২০২৪, ১২:৫৯ পিএম
ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

ঢাকা: গত বছর ৩ জুলাই ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার আসছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার আনহেল ডি মারিয়া। এ বছর মে-জুনে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তার। মার্টিনেজের মতো ডি মারিয়াও কলকাতা হয়ে ঢাকায় আসবেন।

এর আগে গত ১৮ অক্টোবর কিংবদন্তি ব্রাজিলীয় ফুটবলার রোনালদিনহো ঢাকায় এসেছিলেন। কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত ঢাকায় আনছেন ৩৫ বছর বয়সি উইঙ্গার ডি মারিয়াকে। রোনালদিনহো ও মার্টিনেজও কলকাতা হয়ে ঢাকায় এসেছিলেন শতদ্রুর মাধ্যমে।

বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন দি মারিয়া। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা। কলকাতার গণমাধ্যমের খবর, সেখানে দুদিন থাকার পর দি মারিয়া দেড়দিনের জন্য বাংলাদেশ সফর করবেন।

এআর

Wordbridge School
Link copied!