• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা


ক্রীড়া ডেস্ক  জানুয়ারি ১২, ২০২৪, ১১:০৫ এএম
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

ঢাকা: ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। দলের হয়ে রবার্ট লেভানডোভস্কি ও লামিনে ইয়ামাল একটি করে গোল করেন।

এদিকে স্প্যানিশ সুপার কাপে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছিল রিয়াল মাদ্রিদ। এখন ওসাসুনাকে হারিয়ে দর্শকদের আরেকটি ‘এল ক্লাসিকো’ উপহার দিল জাভি হার্নান্দেজের দল।

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে থাকে বার্সেলোনা। তাতে অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় তারা। তবে বক্সের বাইরে থেকে ফেরান তোরেসের ডান পায়ের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

এরপর ২৮তম মিনিটে সহজ সুযোগ হারান সার্জিও রবার্তো। বার্সেলোনার গোলপোস্ট লক্ষ্য করে ওসাসুনা সর্বপ্রথম আক্রমণ করে ম্যাচের ৩৯তম মিনিটে। তবে আন্তে বুদিমিরের বাঁ পায়ের শট ফিরিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক ইনাকি পেনা। ফলে গোল মিসের মহড়ায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। তাতে ম্যাচের ৫৯তম মিনিটে গোলের দেখা পায় তারা। ইলকাই গুন্ডোয়ানের থ্রু বল ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল জালের জড়ান লেভানডোভস্কি।

৬৮তম মিনিটে দারুণ এক আক্রমণে বক্সে ঢুকে শট নেন জোয়াও ফেলিক্স, ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ওসাসুনার গোলরক্ষক। ৭৮তম মিনিটে বুদিমিরের আরেকটি প্রচেষ্টা রুখে দেন পেনা। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফেলিক্সের পাস থেকে জয় নিশ্চিত করেন ইয়ামাল।

আগামী রবিাবার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আগের মৌসুমে রিয়ালকে হারিয়েই ১৪তম সুপার কাপ জিতেছিল বার্সেলোনা।

এমএস

Wordbridge School
Link copied!