ঢাকা: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ফিফা।
গত অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে মোট ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা।
ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদনে বাংলাদেশের যে তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনা উঠে এসেছে, তার দুটি ছিল ঢাকায়, একটি মালদ্বীপে।
১২ অক্টোবর ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালেতে প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।
সে ম্যাচে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে বাংলাদেশের বিরুদ্ধে। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত দলগুলোর শাস্তির বিবরণে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে বলা হয়েছে, ছয় খেলোয়াড় ব্যক্তিগতভাবে শৃঙ্খলা ভেঙেছেন। ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারা ভাঙায় এ ম্যাচে ৫ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৭০৬ টাকা) জরিমানা করা হয়েছে বাফুফেকে।
এর পাঁচ দিন পর ১৭ অক্টোবর কিংস অ্যারেনায় ফিরতি লেগে মালদ্বীপকে আতিথ্য দিয়ে দিয়ে ২-১ গোলে জেতে বাংলাদেশ, যে জয় বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে জায়গা করে দেয়। এ ম্যাচে নিরাপত্তাবিধি ভাঙা, গ্যালারিতে বাজি-পটকা পোড়ানো এবং মাঠে দর্শকদের প্রবেশের কারণে ফিফা আচরণবিধির ১৭ নম্বর ধারা ভঙ্গ হয়েছে বলে রায় দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। ঢাকার মাঠের এ ম্যাচের কারণে জরিমানা হয়েছে ১৪ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২ হাজার ৩৭৬ টাকা)।
জরিমানা হওয়া তৃতীয় ম্যাচটির ভেন্যুও কিংস অ্যারেনা। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে গত ২১ নভেম্বর লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ম্যাচে দূরপাল্লার দারুণ এক গোল করেছিলেন বাংলাদেশের তরুণ তারকা শেখ মোরছালিন। সে ম্যাচেও নিরাপত্তাবিধি ভাঙা, গ্যালারিতে বাজি-পটকা পোড়ানো এবং মাঠে দর্শকদের ঢোকার দায়ে বাফুফেকে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ৪৮ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
কিংস অ্যারেনার ১৭ অক্টোবরের ম্যাচের কারণে শাস্তির তালিকায় উঠেছে মালদ্বীপের নামও। ফিফার আচরণ বিধিমালার প্রতি যথাযথ সম্মান না দেখানোর কারণে দেশটির ফুটবল ফেডারেশনকে সতর্ক করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ওয়েবসাইটে প্রকাশিত শাস্তির তালিকায় বলা হয়েছে, মালদ্বীপের ড্রেসিংরুমে অননুমোদিত প্রবেশ ঘটেছিল।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা ও এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো পর্যালোচনা করে এই শাস্তির তালিকা প্রকাশ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। কিছু শাস্তি আপিলযোগ্য। তবে বাংলাদেশের আর্থিক জরিমানার শাস্তি আপিলযোগ্য কি না, গণমাধ্যমের জন্য প্রকাশিত ওয়েবসাইট বিবৃতিতে কিছু বলা হয়নি। শাস্তির বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ফিফা আলাদাভাবে যোগাযোগ করেছে বলে জানিয়েছে।
এআর