Menu
ঢাকা : এবারের বিপিএলে বেশ শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল। দলে একদিকে যেমন আছে তারুণ্যের প্রভাব, অন্যদিকে আছে অভিজ্ঞতার মিশেল। বিশেষ করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আসর শুরু হতে খুব বেশি দেরী নেই। কিন্তু এখনো দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি বরিশাল। স্কোয়াডে তিন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় কে হবেন দলের অধিনায়ক, তা জানতে সমর্থকদের আগ্রহের কমতি নেই। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল।
বুধবার (১০ জানুয়ারি) মিরপুরে বাবুল বলেন, সময় হলে টিম ম্যানেজমেন্ট জানাবে ক্যাপ্টেন কে হবে। তবে অধিনায়ক আনঅফিসিয়ালি চূড়ান্ত হয়েছে। অফিসিয়ালি এখনো ডিক্লেয়ার করা হয়নি। সব দলেরই একটা নিজস্বতা আছে। টিম ম্যানেজমেন্ট হয়তো অধিনায়ক ঘোষণা করার জন্য নির্দিষ্ট সময়ের অপেক্ষায় আছেন।
এদিকে বিদেশী খেলোয়াড়দের পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ বছর এটা একটা সমস্যা যে চারদিকে অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়েছে। তাই সব দলেই কিছু খেলোয়াড় অন অ্যান্ড অফ থাকবে। টুর্নামেন্টের অনেকেই শুরুর দিকে আসতে পারবে না, মাঝের দিকে আসবে। আবার শেষে থাকতে পারবে না।
তিনি আরো বলেন, সব দলেরই এমন অবস্থা। আমাদের দলেরই অবস্থা একইরকম। আমরা যাকে যখন পাব তখন নিয়ে আসবো। একটা টিম বন্ডিংয়ের জন্য যত বেশি সময় পাওয়া যায় তত ভালো। কিন্তু এই কালচারটা বিপিএলে এখনো হয়ে উঠেনাই।
বাবুল যোগ করেন, ২০ তারিখে আমাদের খেলা। ১৪ তারিখে হয়তো ২-১ জন বিদেশী খেলোয়াড় আসবে। সেক্ষেত্রে বন্ডিংয়ের ব্যাপারটা আসলে ওরকমভাবে হবে না। কিন্তু চারদিকে এতো প্রফেশনাল খেলা হচ্ছে যে তারা নিজের স্কিল শো করতে, বন্ডিং তৈরি করতে বেশি সময় নেয় না।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT