• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১

বিপিএলে অধিনায়ক নিয়ে এখনো ধোঁয়াশা 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৪, ০৩:৫৯ পিএম
বিপিএলে অধিনায়ক নিয়ে এখনো ধোঁয়াশা 

ঢাকা: আর মাত্র কদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। টুর্নামেন্ট শুরু হতে আর দেরি মাত্র ৪ দিনের। তবে এখনো পর্যন্ত কোনো দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিরা। এক প্রকার নীরবতা পালন করছে আসন্ন আসরের ৭ দল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন এখনো ঠিক হয়নি অধিনায়কের নাম। এদিকে খুলনা টাইগার্সের প্রধান কোচ তালহা জুবায়েরও একই কথা। 

ফরচুন বরিশাল অবশ্য দোটানার মধ্যেই আছে। কেননা তামিম ইকবালের করার কথা রয়েছে অধিনায়কের দায়িত্ব। তবে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেননি দলটির মালিক বা কোচ।

এদিকে দুর্দান্ত ঢাকা দল আজ থেকে মাঠের অনুশীলন শুরু করেছে। যদিও দলটির অধিনায়ক কে হবে প্রকাশ করেনি তারা। একই চিত্র চট্টগ্রাম চ্যালেঞ্জর্সের ক্ষেত্রেও। তারাও জানায়নি অধিনায়কের নাম। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে মাশরাফি বিন মুর্তজাকে দেখা যাবে। তবে শুরু থেকে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। 

এদিকে রংপুর রাইডার্সও নিরবতা পালন করছে। কে হবেন অধিনায়ক সাকিব আল হাসান নাকি নুরুল হাসান সোহান। দলটির পক্ষ হতে এখনো কারোর নাম জানায়নি।

এআর

Wordbridge School
Link copied!