ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ সফল দল ঢাকা। বিপিএলের চলমান আসরসহ দশ আসরে ছয়বারই নাম ও মালিকানা পরিবর্তন হয় ফ্র্যাঞ্চাইজিটির। বিপিএল-২০২৪ এ রাজধানীর দলটির নাম দুর্দান্ত ঢাকা।
তিনবারের বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা এবার খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরস দিয়ে রাজধানীর দলটির যাত্রা শুরু হয়। বিগত নয় আসরেই অংশ নিয়েছে ঢাকা।
অধিনায়ক : মোসাদ্দেক হোসেন সৈকত
কোচ : খালেদ মাহমুদ সুজন
মালিক : নিউটেক্সট নিট ফ্যাশনস লিমিটেড
চ্যাম্পিয়ন : তিনবার (২০১২ ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ২০১৩ ঢাকা ডায়নামাইটস, ২০১৬ ঢাকা ডায়নামাইটস)
প্রতিষ্ঠা : ২০১২
চব্বিশের বিপিএলে দুর্দান্ত ঢাকার স্কোয়াড : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, সাইম আইয়ুব, চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামাউইকরামা, নাঈম শেখ, সাব্বির হোসেন ও জসীম উদ্দিন।
চব্বিশের বিপিএলে দুর্দান্ত ঢাকার সূচি :
তারিখ ম্যাচ ভেন্যু সময়
১৯ জানুয়ারি ঢাকা-কুমিল্লা ঢাকা বেলা ২টা
২২ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম ঢাকা বেলা ১টা ৩০
২৭ জানুয়ারি ঢাকা-রংপুর সিলেট সন্ধ্যা ৬টা ৩০
২৯ জানুয়ারি ঢাকা-খুলনা সিলেট সন্ধ্যা ৬টা ৩০
০২ ফেব্রুয়ারি ঢাকা-সিলেট সিলেট বেলা ২টা
০৬ ফেব্রুয়ারি ঢাকা-রংপুর ঢাকা বেলা ১টা ৩০
০৭ ফেব্রুয়ারি ঢাকা-সিলেট ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
০৯ ফেব্রুয়ারি ঢাকা-কুমিল্লা ঢাকা সন্ধ্যা ৭টা
১০ ফেব্রুয়ারি ঢাকা-বরিশাল ঢাকা সন্ধ্যা ৬টা ৩০
১৪ ফেব্রুয়ারি ঢাকা-বরিশাল চট্টগ্রাম ১টা ৩০
১৬ ফেব্রুয়ারি ঢাকা-খুলনা চট্টগ্রাম বেলা ২টা
১৭ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম চট্টগ্রাম সন্ধ্যা ৬টা ৩০
এআর