• ঢাকা
  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
বিপিএল-২০২৪

খুলনা টাইগার্সের দল কেমন


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৮, ২০২৪, ০৫:০৭ পিএম
খুলনা টাইগার্সের দল কেমন

ঢাকা: কাল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সময়ের হিসেবে আর মাত্র দুইদিন বাকি। এবার শেষ মুহূর্তে এসে অধিনায়কের নাম ঘোষণা করলো খুলনা টাইগার্স।

বিপিএলের এবারের আসরে খুলনার নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবার শক্তিশালী দলই গড়েছে খুলনা টাইগার্স। দলটিতে আছেন একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। কাপ্তান বিজয়ের পাশাপাশি মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনের মতো পরীক্ষিত ক্রিকেটাররা স্কোয়াডে আছেন।

পেস বিভাগের নেতৃত্ব দেবেন রুবেল হোসেন। এ ছাড়া বিদেশিদের মধ্যে আছেন এভিন লুইস, ফাহিম আশরাফ, দাসুন শানাকা, শাই হোপ ও মোহাম্মদ ওয়াসিম। আকবর আলী, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহানরাও আছেন।

অন্যদিকে শেষ মুহূর্তে এসে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে দলে ভিড়িয়েছে খুলনা। এবারের আসরের শুরু থেকেই দ্য গ্রিন ম্যানদের এই তারকাকে পেতে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়ানো আরিফ আহমেদকেও দলে টেনেছে তারা।

দলটির পেস বোলিং আক্রমণে মূল শক্তি দুই পাকিস্তানি তরুণ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ফাহিম আশরাফ, সঙ্গে আছেন শ্রীলঙ্কান কাসুন রাজিথা। তাদের সঙ্গে বোলিংয়ে দারুণ কার্যকর হতে পারেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাহিদুল ইসলাম। এ ছাড়া স্পিন বিভাগে আলো ছড়াতে পারেন নাসুম আহমেদ।

গেল আসর খুব একটা ভালো কাটেনি খুলনার। ১২ ম্যাচে মাত্র ৩ জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে আসর শেষ করেছিল তারা। তবে তরুণ কোচ তালহা যুবায়েরের অধীনে ভালোই খেলবে খুলনা, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। খুলনার সেরা সাফল্য ২০২০ সালে ফাইনালে খেলা।

একনজরে খুলনা টাইগার্স

স্থানীয় খেলোয়াড়
নাসুম আহমেদ, আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন, হাবিবুর রহমান, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, এনামুল হক, মুকিদুল ইসলাম, আকবর আলী, সুমন খান, নাহিদ রানা।

বিদেশি খেলোয়াড়
এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনাঞ্জয়া ডি সিলভা, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাসুন রাজিতা, দাসুন শানাকা।

এআর

Wordbridge School
Link copied!