ঢাকা: বিপিএলে প্রথম হ্যাটট্রিক করলেন শরিফুল ইসলাম। ১৯ ওভার পর্যন্ত কুমিল্লার রান ছিল ৩ উইকেট ১৩১। ওভার প্রতি ইমরুল কায়েস ও তাওহিদ হৃদয়রা ৭ রান করেও তুলতে পারেননি।
শেষ ওভারের প্রথম তিন বলে দুই ছক্কা হজম করা শরিফুল শেষ ৩ বলে নিলেন ৩ উইকেট। ইনিংসের শেষ তিন বলে একে একে ফেরালেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলামকে।
এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক এটি। সব মিলিয়ে বিপিএলে সপ্তম। স্পেলের শেষ তিন বলে ৩ উইকেট নেওয়া শরিফুল আজ ৪ ওভারে ২৭ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আগে ব্যাট করে কুমিল্লা রান তুলেছে ৬ উইকেট ১৪৩।
চতুর্থ বাংলাদেশি হিসেবে বিপিএলে আজ হ্যাটট্রিক করেছেন শরিফুল। ২০১৫ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টারসের বিপক্ষে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন পেসার আল আমিন হোসেন।
এরপর ২০১৯ সালে ঢাকা ডিনামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন স্পিনার আলিস আল ইসলাম। ২০২২ বিপিএলে হ্যাটট্রিক এসেছিল তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর হাত ধরে।
বিপিএলে সর্বপ্রথম হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ শামি। বিপিএলের প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে খেলা এই পেসার ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে হ্যাটট্রিকটি করেছিলেন। এ ছাড়া ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন বিদেশি হিসেবে খেলা পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। একই বছর হ্যাটট্রিক করেছেন আরেক বিদেশি ঢাকা ডিনামাইটসের ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
এআর