• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

চট্টগ্রামকে বড় লক্ষ্য দিল মাশরাফির সিলেট 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৯, ২০২৪, ০৯:১৫ পিএম
চট্টগ্রামকে বড় লক্ষ্য দিল মাশরাফির সিলেট 

ঢাকা: বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শুভাগতর চট্টগ্রামের বিপক্ষে লড়ছে মাশরাফির সিলেট। টস হেরে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছে সিলেট। 

মিঠুন আর শান্ত উদ্বোধনী জুটিতেই গড়েন ৬৭ রানের জুটি। শান্ত ৩০ বলে ৩৬ আর মিঠুন ২৮ বলে ৪০ রান করে ফিরলেও। তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন জাকির হাসান।

তার ঝড়ো ইনিংসেই মূলত বড় সংগ্রহের ভিত পেয়ে যায় সিলেট। নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান করে মাশরাফির দল। জাকির ৪২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে টেকটর ২০ বলে ২৬ রানের ইনিংস উপহার দেন। 

সিলেট একাদশ
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি, হ্যারি টেক্টর, বেন কাটিং, বেনি হাওয়েল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম অপু, রিচার্ড এনগারাভা।

চট্টগ্রাম একাদশ
আভিষ্কা ফার্নান্ডো, তানজিদ তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবুল্লাহ জাদরান, ইমরানুজ্জামান, শুভাগতহোম চৌধুরী (অধিনায়ক), কুর্তিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসেন, বিলাল খান।

এআর
 

Wordbridge School
Link copied!