• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বরিশালের কাছে পাত্তাই পেল না সিলেট


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৩০, ২০২৪, ১০:০৭ পিএম
বরিশালের কাছে পাত্তাই পেল না সিলেট

ঢাকা: চার ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে জয় দিয়ে আসর শুরুর পর টানা তিন ম্যাচ হেরেছে ফরচুন বরিশাল। খাদের কিনারায় থাকা দুই দলেরই লড়াই প্লে অফের দৌড়ে টিকে থাকা। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে  আহমেদ শেহজাদ ও মাহমুদউল্লাহর ঝড়ো অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় তামিমের দল। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখেই ১৩৭ রানে গুটিয়ে যায় মাশরাফির সিলেট। এতে ৪৯ রানের বিশাল জয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরলো তামিমের বরিশাল। 

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়ে থাকে বরিশাল। ব্যাক্তিগত দুই রানে তামি আউট হলে। এরপর দ্বিতীয় উইকেটে প্রীতম কুমারও উইকেটে থিতু হতে পারেননি; নিজের নামের পাশে ১ রান যোগ করতেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। দ্রুত দুই উইকেটে খেই হারানো বরিশালকে শুরুর ধাক্কা সামলিয়ে সামনে এগোতে থাকে ওপেনার আহমেদ শেহজাদ ও সৌম্য সরকার।

তৃতীয় উইকেটে ৫০ রান যোগ করেন এই দুই জন। এর মাঝে ৩০ বলে অর্ধশতক পূরণ করেন শেহজাদ। দারুণভাবে এগোতে থাকা বরিশালের ইনিংসে বাধা হয়ে আসেন সিলেটের বেনি হাওয়েল। সৌম্যকে সাজঘরে ফিরিয়ে ভাঙেন এই জুটি। প্যাভিলিয়নে যাবার আগে ২০ রান করেন তিনি। এরপর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি শেহজাদও। 

দলীয় ১০৮ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৪১ বলে ৬৬ করেন তিনি। ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা। এদিকে মুশফিকের ব্যাটও হাসেনি এদিন ১৯ বলে ২০ রানই সম্বল তার। শেষদিকে শেহজাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ছড়ি ঘোরান মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে তুলে নেন ফিফটি।

মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়া তার ঝড়ো জুটিতে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় বরিশাল।  ৫১ রানে অপরাজিত থাকেন রিয়াদ। অন্যপ্রান্তে অপরাজিত ১৫ রানের ক্যামিও খেলেন মেহেদী মিরাজ। সিলেটের হয়ে বল হাতে হাওয়েল নেন সর্বোচ্চ তিনটি উইকেট। 

এমএস

Wordbridge School
Link copied!