ঢাকা : বাংলাদেশ দলের সেরা পারফর্মারদের মধ্যে অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে প্রয়োজনে দলে রাখা আবার প্রয়োজন শেষে বহুবার ছুড়ে ফেলা হয়েছে।
মাহমুদউল্লাহ নীরবে-নিভৃতে নিজেকে নিয়ে লড়াই চালিয়ে গেছেন। যতবার ফিরেছেন, ততবার কথা বলেছে তার ব্যাট-বল। বাতিলের খাতায় পড়ে থাকা মাহমুদউল্লাহকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের চর্চা হচ্ছে।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২২ সালের ১ সেপ্টেম্বরের পর থেকে দেড় বছর টি-টোয়েন্টি দলের বাইরে তিনি।
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
ফর্মে থাকা রিয়াদকে নিয়ে সম্প্রতি ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে মাহমুদউল্লাহ অটোমেটিক চয়েস।
একই সুরে কথা বললেন জাতীয় দলের এক সময়ের মেন্টর ও বিসিবির বর্তমান পরিচালক খালেদ মাহমুদ সুজন।
তিনি বলেছেন, সত্যি কথা রিয়াদের যে অভিজ্ঞতা, যে ছন্দে আছে, তাতে ওর পজিশনে ওকে চ্যালেঞ্জ করার মতো ক্রিকেটার নেই। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদ দলে অটো-চয়েস হতেই পারে। আমাদের সেভাবেই চিন্তা করতে হবে।
এমটিআই
আপনার মতামত লিখুন :