• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

বিয়ের ৮ বছর পর স্ত্রীর ছবি দিয়ে আবেগঘন স্ট্যাটাস ইরফানের


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৪:৪২ পিএম
বিয়ের ৮ বছর পর স্ত্রীর ছবি দিয়ে আবেগঘন স্ট্যাটাস ইরফানের

ঢাকা : সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ও সাফা বাইগ ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বর্তমানে তাদের সংসারে দুই পুত্র। তাদের দুই ছেলের নাম ইমরান ও সুলেমান।

এদিন ৩ ফেব্রুয়ারি শনিবার বিয়ের আট বছর পূর্তি উপলক্ষ্যে তিনি তার স্ত্রীর একটি ছবি প্রকাশ্যে আনেন।

ইরফান এদিন যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে তাকে কালো পোশাক পরে স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

অন্যদিকে সাফার পরনে আছে একটি হালকা গোলাপি রঙের চুড়িদার ও সাদা ওড়না।

এই ছবিটি পোস্ট করে এদিন ইরফান পাঠান লেখেন, একাধিক চরিত্র যা দক্ষতার সঙ্গে একজন মানুষই পালন করছেন। মুড ভালো করে দেওয়ার মানুষ, কমেডিয়ান, সমস্যা তৈরি করার লোক, সবসময়ের সঙ্গী, বন্ধু, আমার দুই সন্তানের মা। এই সুন্দর সফরে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে ধন্য। হ্যাপি উইথ আমার ভালোবাসা।

অনেকেই এই পোস্টে মতামত জানিয়েছেন। তারা সবাই ইরফান পাঠানের স্ত্রীর মুখ দেখতে পেরে উচ্ছ্বসিত। অনেকেই লেখেন, অবশেষে মুখ দেখালেন!' আরেক ব্যক্তি লেখেন, দুর্দান্ত মানিয়েছে আপনাদের। অনেক শুভেচ্ছা।

কেউ আবার লেখেন, সানিয়া মির্জা এবার বুঝবেন তিনি ঠিক কত বড় ভুল করেছিলেন। কেউ কেউ বোরখা ছাড়া স্ত্রীর ছবি পোস্ট করার জন্য কটাক্ষ করেছেন সাবেক ক্রিকেটারকে।

গত বছর বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে তার দুই ছেলে খেলোয়াড়দের সঙ্গে নিয়ে মাঠে এসেছিল। জাতীয় সংগীতের সময় ওরা দুজন ভারতীয় ক্রিকেট টিমের সদস্যদের সঙ্গেই ছিল। তিনি নিজেও একজন অত্যন্ত দক্ষ ক্রিকেটার ছিলেন। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন।
 
এমটিআই

Wordbridge School
Link copied!