ঢাকা : প্রথমবার এএফসি এশিয়ান কাপের ফাইনালে ওঠে ইতিহাস গড়লেন জর্ডান। প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে জর্ডান।
অথচ, ম্যাচ শুরুর আগে পরিষ্কার ফেভারিট ধরা হচ্ছির দক্ষিণ কোরিয়াকে। দলে আছেন ইউরোপিয়ান ফুটবলে খেলা একাধিক তারকা, কোচের দায়িত্বে আছেন ইয়ুর্গেন ক্লিন্সম্যান, কোরিয়ানদের তাই ফেভারিট ভাবাটাই স্বাভাবিক।
পুরো আসরে দুর্দান্ত ফুটবল খেলা জর্ডান অবশ্য মাঠের খেলায় সেটি বুঝতে দেয়নি। গোটা ম্যাচে তারাই বরং খেলেছে সেরার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত চাপে রাখে সান-হিউন-মিংয়ের দলকে। ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেলেও কোরিয়ার গোলরক্ষকের দক্ষতায় স্কোরবোর্ড সমৃদ্ধ করতে পারেনি জর্ডান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় জর্ডান। ৫৩ মিনিটে ইয়াযান আল-নাইমাত দলকে প্রথম গোল এনে দেন। গোল খেয়ে এলোমেলো হয়ে পড়ে কোরিয়ানরা। বল দখলের লড়াইয়ে তারা এগিয়ে থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে বসে। সেই সুযোগে ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুসা আল-তামারি।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে ইতিহাস গড়ার উল্লাসে মাতে জর্ডান।
এমটিআই
আপনার মতামত লিখুন :