• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নিশাম তাহিরদের নিয়ে টসে জিতে ব্যাট করবে রংপুর 


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০১:৩৮ পিএম
নিশাম তাহিরদের নিয়ে টসে জিতে ব্যাট করবে রংপুর 

ঢাকা: মিরপুর শের-ই-বাংলায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।

এবারের বিপিএলে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রংপুর। সমান ম্যাচে সমান জয় চট্টগ্রামেরও। রান রেটে কেবল পিছিয়ে থাকায় তাদের অবস্থান তিনে। আজ যে জিতবে সেই এগিয়ে যাবে পয়েন্ট টেবিলে। প্রসঙ্গত, দুই দল এবারই প্রথম এবারের লিগে মুখোমুখি হচ্ছে।

বিপিএলে প্রথমবার অংশগ্রহণ করেছেন নিউ জিল্যান্ডের নিশাম ও দক্ষিণ আফ্রিকার হেনড্রিকস। ইমরান তাহিরের এর আগে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল খেলার অভিজ্ঞতা আছে।

রংপুর রাইডার্স একাদশ: কাজী নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, রনি তালুকদার, টম মুরস, শেখ মেহেদী, জিমি নিশাম, শামীম হোসেন পাটোয়ারী, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, হাসান মাহমুদ ও আশিকুর জামান।  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: শুভাগত হোম, জস ব্রাউন, শাহাদাত হোসেন দিপু, সৈকত আলী, থমাস চার্লস ব্রুছ, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, সালাউদ্দিন শাকিল, কুর্টিস ক্যাম্পার ও বিলাল খান।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!