• ঢাকা
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

বাদ তামিম, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যে ২১ জন


ক্রীড়া ডেস্ক  ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১০:০৯ পিএম
বাদ তামিম, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যে ২১ জন

ঢাকা: বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে আসতে সোমবার অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড সভা। সেই সভা শেষে নির্বাচক প্যানেলে পরিবর্তন ও নতুন অধিনায়ক ঘোষণা ছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন সেটিও জানিয়েছে বিসিবি।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; ক্রিকেটের এই ৩ সংস্করণে আগামী এক বছরের জন্য ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বিসিবি। বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। 

এর আগের বছর চুক্তিতে থাকলেও এবার রাখা হয়নি ওপেনার তামিম ইকবালকে। তিনি ছাড়াও গত বছর চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে রাখা হয়নি মোসাদ্দেক হোসেন সৈকত ও ইবাদত হোসেনকে। আর প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।

২০২৪ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।

ওয়ানডে ও টি-২০: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান।

এমএস

Wordbridge School
Link copied!