• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশাল জয়ে চট্টগ্রাম পর্ব শুরু রংপুরের, থাকছে শীর্ষে


ক্রীড়া ডেস্ক  ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১০:০১ পিএম
বিশাল জয়ে চট্টগ্রাম পর্ব শুরু রংপুরের, থাকছে শীর্ষে

ঢাকা: শুরুটা ভালো হলো না। কিন্তু একজন সাকিব আল হাসান নিজেকে চেনালেন আরও একবার, আগের বহুবারের মতো।

বিপিএলে তার ব্যাটিং নিয়ে শুরুতে ভর করেছিল নানা অনিশ্চয়তা। ছন্দে ফেরার আভাসটা দিয়েছিলেন আগেই, এ ম্যাচে সেটির চূড়ান্ত রুপই দেখালেন। সঙ্গে মাহেদী হাসান, নুরুল হাসানদের ব্যাটে বড় রান পায় রংপুর রাইডার্স। পরে পেয়েছে স্বাচ্ছন্দ্যের জয়ও।  
মঙ্গলবার বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ৭৮ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান করে তারা। জবাব দিতে নেমে ১৪১ রানে অলআউট হয়ে যায় খুলনা। ৯ ম্যাচের সাতটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার উপরেই থাকছে রংপুর, ৮ ম্যাচে ৫ জয় পাওয়া খুলনা আছে পাঁচে।

এমএস

Wordbridge School
Link copied!