ঢাকা: দেশের ক্রিকেটে জনপ্রিয় মুখ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিপিএলে শুরু থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
সালাউদ্দিনের কোচিংয়ে বিপিএলের চারটি শিরোপা জিতেছে কুমিল্লা। এছাড়া যেকোনো সময় সমস্যায় পড়লে সাকিব আল হাসান, তামিম ইকবালসহ অনেকে দ্বারস্থ হন কোচ সালাউদ্দিনের।
চলতি বিপিএলে কুমিল্লার হয়ে খেলতে এসেছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী। সালাউদ্দিন বিশ্বের সেরা ৫ কোচের একজন বলে মন্তব্য করেছেন এই ইংলিশ অলরাউন্ডার।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ সালাউদ্দিন প্রসঙ্গে মঈন আলী বলেন, ‘আমি আপনাকে বলছি, সালাউদ্দিন আমার দেখা অন্যতম সেরা কোচ। তরুণদের জন্য তিনি দারুণ। তিনি বাংলাদেশের সেরা কোচ, আমার মতে।’
সালাউদ্দিন বাংলাদেশের কোচ না হওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তিনি কেন বাংলাদেশের হেড কোচ নন, ব্যাপারটা আমাকে অবাক করে। জানি না তাকে কোচ করার চেষ্টা হয়েছিল কি না। সে যা-ই হোক, তিনি আমার দেখা অন্যতম সেরা কোচ, সেরা ৫ কোচের একজন।’
এআর
আপনার মতামত লিখুন :