ঢাকা: মোস্তাফিজের মাথায় বলের আঘাত, অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে হাসপাতালে। বল লাগার পর সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মাটিতে। প্রচুর রক্তক্ষরণের কারণে দ্রুতই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল।
জানা গেছে, বল করে রান আপ নিতে ফিরছিলেন তিনি। এ সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাক পড়ে মোস্তাফিজের। মাথা ঘুরিয়ে কোচের দিকে যাওয়ার সময়ই লিটন দাসের খেলা শটটি এসে লাগে মোস্তাফিজের মাথার পেছনের অংশে।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।
এআর