ঢাকা: বিপিএলে বরিশালের শক্তি আরো বাড়ল। দু’দিন আগে জানা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান মিলারের ঢাকায় আসার কথা। অবশেষে আজ (রোববার) সকালে তিনি ফরচুন বরিশালে যোগ দিয়েছেন।
ঢাকায় পৌঁছেই দলের সঙ্গে মিলার চলে এসেছেন মিরপুর শের-ই বাংলার মাঠে। একাডেমি মাঠে তিনি অনুশীলনও করছেন। শুরুতে শারিরীক অনুশীলনে নজর দেন। এরপর তাকে বরিশাল অধিনায়ক তামিম ইকবালসহ সতীর্থদের সঙ্গেও কথা বলতে দেখা যায়।
বিপিএল খেলতে এসেই সাইফউদ্দিনের সঙ্গে ব্যাটিং নিয়ে আলাপ করেছেন মিলার। তার খোঁজ-খবর নিয়ে হয়তো কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে তারা কথা বলছিলেন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের দ্বৈরথ দেখা গিয়েছিল।
যদিও সাইফউদ্দিনের জন্য সেটি ছিল ভুলে যাওয়ার মতো। কারণ এই পেস অলরাউন্ডারের এক ওভারে পাঁচ ছক্কাসহ ৩১ রান নিয়েছিলেন মিলার। ওই ম্যাচে প্রোটিয়াদের কাছে টাইগাররা পরাজিত হয়েছিল।
এদিন শুরুতে তামিমের সঙ্গে দীর্ঘ সময় বসে কথা বলেন মিলার। হয়তো দলের খোঁজ-খবর নিচ্ছিলেন এই প্রোটিয়া তারকা। অল্প সময়ের ভেতরই ফ্র্যাঞ্চাইজির অনুশীলন জার্সি পরে নেমে পড়েন ব্যাটিংয়ে। বোঝাই যাচ্ছিল বেশি সময় নিতে চান না মিলার, তার জন্য বরিশালের যে দীর্ঘ অপেক্ষা সেটিরও যেন মূল্য চুকাতে চাইলেন।
আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে দশম বিপিএলের প্লে-অফ রাউন্ড। যেখানে এলিমিনেটর ম্যাচে দুপুরে মুখোমুখি হবে তামিম-মিলারের বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হারলে বিদায়, আর জিতলে ফাইনালে উঠতে আরও এক ম্যাচ খেলতে হবে জয়ী দলকে।
এআর