ঢাকা: সম্প্রতি বিপিএল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএলের খেলা দেখলেই নাকি টিভি বন্ধ করে দেন তিনি! বিপিএল নিয়ে এমন মন্তব্য করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
হাথুরুর মন্তব্যের বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ বিষয়ে একমত পোষণ করেছেন পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজা। বিপিএলে ধারাভাষ্য দিতে আসা পাকিস্তানি সাবেক ক্রিকেটারের মতে, খেলোয়াড়দের এক লিগ শেষ না করে আরেক লিগে খেলতে যাওয়ার রীতি বন্ধ হওয়া উচিত।
বাংলাদেশের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক পিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত (এক লিগ থেকে আরেক লিগে খেলতে চলে যাওয়া) এখানে আনুগত্যের বিষয়টি চলে আসে, তাই না? এটা ছন্দ আর দলের সমন্বয় নষ্ট করে। কেউ এটা চাইবে না।’
নিজের উদাহরণ টেনে এর ব্যাখ্যাও দিয়েছেন রমিজ রাজা। ৬১ বছর বয়সি জনপ্রিয় এ ধারাভাষ্যকার বলেছেন, ‘যদি খেলার প্রতিশ্রুতি থাকে, যেমন ধরুন, আমি এখানে এসেছি বিপিএলকে প্রতিশ্রুতি দেওয়ায়। এর পর পিএসএলে পুরো টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ারও প্রস্তাব পেলাম। আমি বললাম, না। আমি আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি। খেলোয়াড়দেরও একইভাবে চিন্তা করা উচিত।’
এর আগে বিপিএলের উদাহরণ দিয়ে খেলোয়াড়দের দৌড়াদৌড়ির বিষয়ে হাথুরু ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘বর্তমান সিস্টেমের সঙ্গে আমার একটা বড় ইস্যু আছে। আইসিসির এটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কিছু নিয়মকানুন থাকতে হবে। একজন খেলোয়াড় একটি টুর্নামেন্ট শেষ না করেই অন্য টুর্নামেন্ট খেলছে। এটা একটা সার্কাসের মতো। খেলোয়াড়রা সুযোগের কথা বলবে, কিন্তু সেটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারাবে। আমি আগ্রহ হারিয়ে ফেলেছি।’
এআর