ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার সেই উত্তাপপূর্ণ ম্যাচের পর সোমবার আরও একবার দুই দল মুখোমুখি হচ্ছে দুই দল।তবে এবার ফরম্যাট ভিন্ন। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
পরিসংখ্যানের পাতায় এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে শ্রীলঙ্কা। দুই দলের মুখোমুখি ১৩ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৪ ম্যাচে। বাকি ৯ ম্যাচে শেষ হাসি হেসেছে লঙ্কানরাই।
এমনকি আজকের ম্যাচ ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও দুই দলের একমাত্র ম্যাচে জয় এসেছিল লঙ্কানদের পক্ষেই। এছাড়া বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কাকে কোনো সিরিজেই হারাতে পারেনি।
জয় পাওয়া চার ম্যাচের মধ্যে বাংলাদেশ আগে ব্যাট করে জিতেছে ২ বার। পরে ব্যাট করে জিতেছে ২ বার। অন্যদিকে লঙ্কানরা আগে ব্যাট করে জয় পেয়েছে ৪ ম্যাচে। পরে ব্যাট করে জিতেছে ৫ ম্যাচ।
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের গড় স্কোর ১৬০ এর কিছু বেশি। বিপরীতে লঙ্কানদের গড় স্কোর ১৬৭.৮। আগে ব্যাট করে বাংলাদেশ গড়ে রান তুলেছে ১৬৩ এর বেশি। পরের ব্যাটিংয়ের বেলায় তা নেমে এসেছে ১৫৬ এর ঘরে। আর লঙ্কানরা প্রথম ইনিংসে ১৮২ এর বেশি গড়ে রান তুললেও, দ্বিতীয় ইনিংসে তা হয়েছে ১৫৫।
এখন পর্যন্ত বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে চার ম্যাচ। যেখানে শেষ দুই ম্যাচে ফল এসেছে টাইগারদের পক্ষে। এর আগের দুই ম্যাচে হারতে হয়েছে স্বাগতিকদের। বাংলাদেশ ও শ্রীলঙ্কার একমাত্র ম্যাচেও জয় পেয়ে যায় শ্রীলঙ্কা।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ:
লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা:
কুশল মেন্ডিস, আভিষকা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা।
এআর
আপনার মতামত লিখুন :