• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

২০ কোটি রুপির কামিন্সকে অধিনায়ক করল হায়দরাবাদ


ক্রীড়া ডেস্ক মার্চ ৪, ২০২৪, ০৪:০২ পিএম
২০ কোটি রুপির কামিন্সকে অধিনায়ক করল হায়দরাবাদ

ঢাকা: অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে সাড়ে ২০ কোটি রুপি দিয়ে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। 

এবার অধিনায়ক হিসেবে কামিন্সের নাম ঘোষণা করলো ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের আগামী আসরে এইডেন মার্করামের পরিবর্তে হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন কামিন্স। ২০২৩ সালের আসরে দলের নেতৃত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার মার্করাম।

আইপিএলে এর আগে কখনোই অধিনায়কের দায়িত্ব পালন করেননি কামিন্স। তবে ২০২৩ সালের বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ শিরোপা উপহার দেওয়ার পর থেকে একজন চৌকস ও দক্ষ অধিনায়ক হিসেবে সবার নজরে আসেন এই ডানহাতি পেসার।

২০২৩ সালের আসরে আইপিএল থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন কামিন্স। আন্তর্জাতিক খেলায় মনোযোগ বাড়াতেই এমনটি করেছিলেন অজি অধিনায়ক। সেখানে সফলও হয়েছেন তিনি।

বিশ্বকাপ জেতার পর যেন কপাল খুলে গেছে কামিন্সের। আইপিএলের নিলামে নাম দিয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। আইপিএলের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ২০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেন কামিন্স।

অবশ্য একই নিলামে কিছুক্ষণ পরেই কামিন্সকে পাশ কাটিয়ে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন আরেক অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এআর

Wordbridge School
Link copied!