ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিততে জিততে হেরে গেল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকির আলী অনিকের ওপর ভর করে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত বরণ করতে হলো পরাজয়ের স্বাদ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৪ মার্চ) টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ পায়।
জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করেন টাইগার বাহিনী। ৩ রানের জয় পায় শ্রীলঙ্কা।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিরেই অর্ধশতক হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।৩১ বলে তিনি করেছেন ৫৪ রান। অন্যদিকে জাতীয় দলে নিজের প্রথম টি-২০ ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন জাকির আলী অনিক। ৩৪ বলে তিনি করেছেন ৬৮ রান।
ব্যাট করতে নেমে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাত্র ২৭ বলে অর্ধশতক তুলে নেন রিয়াদ। প্রত্যাবর্তনের ম্যাচে মাত্র ৩১ বলে ২ চার ও ৪ ছয়ে ৫৪ রান করেছেন রিয়াদ।জাকির আলী মাত্র ২৫ বলে তুলে নেন ৫৩ রান।
আইএ
আপনার মতামত লিখুন :