• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

বিপিএলে আসতে চায় নোয়াখালী-ময়মনসিংহসহ ৪ দল


স্পোর্টস ডেস্ক মার্চ ৫, ২০২৪, ০৮:২৭ পিএম
বিপিএলে আসতে চায় নোয়াখালী-ময়মনসিংহসহ ৪ দল

ঢাকা: আগামী বিপিএলের জন্য আরও নতুন চারটি দল নিজেদের অংশগ্রহণের জন্য বিসিবির কাছে নিজেদের আবেদনপত্র জমা দিয়ে রেখেছে বলে জানা গেছে। সেক্ষেত্রে বিপিএলের কলেবর বাড়বে আরও কিছুটা। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তবে এই আবেদনের প্রেক্ষিতে দল বাড়ানোর সম্ভাবনা কম বলেও মন্তব্য করেছেন তিনি। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মল্লিক জানান, বিপিএলে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে আরও চার দল আবেদন করেছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে নতুন করে দল বাড়ানোর সম্ভাবনা খুবই কম। বর্তমান সাত ফ্র্যাঞ্চাইজির কেউ সরে দাঁড়ালে সেক্ষেত্রে ওই চার দলের কারো সুযোগ মিলতে পারে।  

কোন কোন অঞ্চল থেকে দল গঠনের আবেদন এসেছে তাও নিশ্চিত করেছেন ইসমাইল হায়দার মল্লিক, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যে রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।’

বিপিএল নিয়ে বড় অভিযোগ সময়। এমন এক সময়ে বিপিএল আয়োজন করা হয়, যখন বিশ্বের আরও অনেক লিগই চলমান থাকে। বিষয়টি মেনে নিয়েছেন বিপিএলের সদস্য সচিব, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদেরকে বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।’

আইএ

Wordbridge School
Link copied!