• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

রিশাদ-তাসকিন ঝড়েও শেষ রক্ষা হল না, সিরিজ হারল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক মার্চ ৯, ২০২৪, ০৬:৪৪ পিএম
রিশাদ-তাসকিন ঝড়েও শেষ রক্ষা হল না, সিরিজ হারল বাংলাদেশ

ঢাকা: সিরিজ নির্ধারণী ম্যাচে রান তাড়ায় নেমে শুরুতেই খেই হারায় বাংলাদেশ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তাণ্ডব চালালেন রিশাদ-তাসকিন। এই দুজনের ঝড়ে ব্যবধান কমিয়ে হেরেছে বাংলাদেশ।

১৪৬ রানেই থামল বাংলাদেশ। ২৮ রানে শেষ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল শ্রীলঙ্কা। 

১৭৫ রানের লক্ষ্যে বাংলাদেশ ৩২ রানে হারিয়েছিল ৬ উইকেট। সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা নুয়ান তুশারার তোপে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের ইনিংস। তুশারা করেন হ্যাটট্রিক। দ্রুতই পেয়ে যান চতুর্থ উইকেটও। 

ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেখানেই। তবে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ ভেবেছিলেন অন্য কিছু। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ঝড় তুললেন দুজন। 

প্রথমে ছক্কা মারা শুরু করলেন রিশাদ। মেহেদীর সঙ্গে ৩১ বলে ৪৪ রানের জুটিতে প্রথমে একটু ধাতস্থ হয়েছিলেন। এরপর তাসকিনের সঙ্গে জুটিতে লাফ দেন রিশাদ। 

বাংলাদেশি ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ছক্কা মারলেন, ২৬ বলে পূর্ণ করলেন ফিফটি। 

সমীকরণ বাংলাদেশের জন্য ছিল বেশ কঠিন। তবে রিশাদ ও তাসকিনের ২১ বলে ৪১ রানের জুটি কঠিন হলেও সে সমীকরণকে অসম্ভব হতে দেয়নি। রিশাদ অবশ্য থামেন ৫৩ রান করেই। 

এরপর তাসকিন এগিয়ে আসেন। হ্যাটট্রিক করা তুশারার ওপরই চড়াও হন তিনি। তবে তিনিও পারেননি ঠিক সমীকরণটা নাগালের মধ্যে রাখতে। তাসকিনের ২১ বলে ৩১ রানের ক্যামিওতেও ২ বল বাকি থাকতে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

এআর 

Wordbridge School
Link copied!