• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হাতুরুর শাসনামলে তামিম কি আদৌ ফিরবেন?


ক্রীড়া ডেস্ক মার্চ ১০, ২০২৪, ০৩:৪২ পিএম
হাতুরুর শাসনামলে তামিম কি আদৌ ফিরবেন?

ঢাকা: হাতুরুসিংহের অধীনে খেলবেন না তামিম ইকবাল, এ কথা অনেক আগেই মৌখিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন দেশসেরা এই উদ্বোধনী ব্যাটসম্যান। 

আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন বিসিবির বিশেষ কমিটিকে। বিপিএল চলাকালীন সিলেটে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা সভায় তিনি বিষয়টি অবগত করেন। 

বিসিবির এক কর্মকর্তা জানান, গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত এক সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে তারা এ বিষয়ে একটি রিপোর্ট জমা দেন। 

পরিচয় গোপন রাখার শর্ত সাপেক্ষে তিনি বলেন, ‘আমরা রিপোর্টে বিষয়টি (তামিম হাতুরুর তত্ত্বাবধানে খেলবেন না) উল্লেখ করি এবং এখন সভাপতি সিদ্ধান্ত নিবেন।’

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এক দিনের সিরিজ শুরুর আগে তামিম জানান যে তিনি শত ভাগ ফিট না হলেও প্রথম ম্যাচ খেলবেন। আর এ নিয়েই বাঁধে যত বিপত্তি। অসন্তোষ জাগে হাতুরুর মনে, প্রকাশ্যে আসে তামিম-হাতুরুর দূরত্ব।

প্রথম ম্যাচের পরের দিনেই প্রেস কনফারেন্সে তামিম দেন বিষ্ফোরক ঘোষণা। জানান, তিনি তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে খেলে ফেলেছেন। পরবর্তীতে অবশ্য তিনি ফিরে আসার অঙ্গীকার করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।

তারপরেই তিনি চলে যান কয়েক মাসের ছুটিতে। তখন থেকেই দলের নেতৃত্ব নিয়ে জেগেছিল শঙ্কা। অবশেষে তিনি দলের নেতৃত্ব ছেড়ে দেন। সেই সাথে বিশ্বকাপে পরিপূর্ণভাবে ফিট হওয়ার জন্য এশিয়া কাপের দল থেকে তুলে নেন নিজের নাম। তামিম মাঠে ফেরেন নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের ম্যাচ দিয়ে। বিপিএলে ফরচুন বরিশালের জন্য নির্বাচিত হওয়ার আগে, তিনি তার সর্বশেষ একদিনের ম্যাচে করেন ৪৪ রান। 

সম্প্রতি তামিম দেশীয় এক গণমাধ্যমে জানান যে বিসিবির কোনো কর্মকর্তাকে তিনি এমন কোনো বিষয় (হাতুরুর অধীনে না খেলার বিষয়টি) জানান নি। তিনি বলেন, ‘আমি কাউকেই কোনো কিছু জানাইনি। বাংলাদেশে ফিরে এসে আমি একটি মিটিং এ বসবো।’

তামিম সদ্য সমাপ্ত বিপিএলে হয়েছিলেন সর্বাধিক রান সংগ্রাহক। তাছাড়া বরিশালকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন প্রথম শিরোপার স্বাদ। ফাইনালে তার দল হারায় চার বারের চ্যাম্পিয়ন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। 

তামিম জানান তাকে মাঠে ফিরতে হলে অনেক কিছু ঠিক করে তবেই ফিরতে হবে। তিনি বলেন, ‘আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমাকে ফিরতে হলে অনেক কিছু ঠিক করতে হবে আর তা না হলে এলাম এবং খেলে গেলাম, এর কোনো মানে হয় না।’

বিসিবির এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান হাতুরুর তত্বাবধানে তামিমের খেলার অনাগ্রহ সম্পর্কে তিনি অবগত এবং বলেন, ‘দুই পক্ষ বসে এ সমস্যা সমাধান করা যেতে পারে।’ এছাড়াও সে কর্মকর্তা বলেন, ‘তামিম এমন (হাতুরুর অধীনে না খেলার বিষয়টি) কিছু বলেননি।’ 

তিনি আরও বলেন, ‘এ সব কিছু আবেগের বহি:প্রকাশ। তামিম যদি হাতুরুর খেলতে না চায়, তাহলে আপনি কিইবা করতে পারেন। আমরা যেটা করতে পারি, তামিম-হাতুর মধ্যে একটা সমঝতা করা।’

এর মধ্যেই বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে তামিম থাকতে পারবেন না।’ বর্তমানে লন্ডনে ছুটি কাটানো অভিজ্ঞ এই বাঁ-হাতি ব্যাটার সম্পর্কে তিনি আরো বলেন, ‘মার্চের ৯-১০ তারিখ সে (তামিম) ফিরতে পারে এবং প্রাইম ব্যাংকের ( ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) প্রথম ম্যাচের পর আমরা তার সাথে বসতে পারব বলে আশা করছি। সে আমাদের এটাই জানিয়েছে।’

এআর

Wordbridge School
Link copied!